অন্তর্বর্তী সরকার দেশের শেয়ার বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শেয়ার বাজারে চলমান সংস্কার কার্যক্রম সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি করলেও এটি দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতা আনবে। রাজধানীর নিকুঞ্জস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
গত এক দশকের বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে অনিয়ম ও কারসাজি প্রকট আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, তালিকাভুক্ত কোম্পানির অর্ধেকেরও বেশি বর্তমানে রুগ্ন অবস্থায় রয়েছে। এসব কোম্পানিতে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছেন। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত দেড় দশকে পুঁজিবাজার থেকে প্রায় ১ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এসব সমস্যার সমাধানে সরকার পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে বাজারে টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা এখনো রয়ে গেছে।
বৈঠকে অংশ নেওয়া স্টেকহোল্ডাররা শেয়ার বাজারে ভালো মানের কোম্পানি আনার প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, কর ছাড়সহ সরকারি নীতিসহায়তা প্রদান করলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আকর্ষণীয় পণ্য বা প্রডাক্ট তৈরি ও বাজারে ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের শিল্পখাতে বিনিয়োগের জন্য ব্যাংকের ঋণনির্ভর অর্থনীতি টেকসই কোনো সমাধান নয়। শেয়ার বাজারকেই বিকল্প উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তবে ভালো মানের কোম্পানি শেয়ার বাজারে আসতে খুব বেশি আগ্রহী নয়। এসব কোম্পানির মালিকেরা নিজেদের ব্যবসা ও মুনাফা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। এই অবস্থান থেকে তাদের বেরিয়ে আসতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব শেয়ার বাজারের অন্যতম প্রধান সমস্যা। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বয় আগের তুলনায় কমে গেছে। বাজারের স্বার্থে এই সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। দলগতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, শেয়ার বাজারের বর্তমান মন্দাবস্থা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন। তারা জানিয়েছেন, শেয়ার বাজারের অব্যাহত দরপতনে অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন। প্রতিদিনই শেয়ার বিক্রির কারণে কোনো না কোনো বিনিয়োগকারী পুঁজিহীন হয়ে পড়ছেন। মানববন্ধনে বিনিয়োগকারীরা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
শেয়ার বাজারে নতুন দিশা খুঁজছে সরকার, বিনিয়োগকারীদের দাবি দ্রুত সমাধান
RELATED ARTICLES