Tuesday, July 15, 2025
Tuesday, July 15, 2025
বাড়িভ্যাটসিএলপি ইস্যু বাধ্যতামূলক করলো এনবিআর!

সিএলপি ইস্যু বাধ্যতামূলক করলো এনবিআর!

আমদানি ও রফতানির ক্ষেত্রে এখন থেকে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদেশ সিংগেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে গঠিত এ অনলাইন প্ল্যাটফর্মে সিএলপির ডিজিটাল কার্যক্রম বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

আমদানি-রফতানির জন্য প্রয়োজনীয় সব ধরনের সনদ, লাইসেন্স ও পারমিট (সিএলপি) বিএসডব্লিউ প্ল্যাটফর্ম থেকে অনলাইনেই ইস্যু ও সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিন) ব্যবহার করে ‘বিএসডব্লিউ’ সিস্টেমে নিবন্ধন করতে হবে।

এই সিস্টেম ব্যবহারের ফলে বেশকিছু সুবিধা মিলবে। এর মধ্যে রয়েছে- একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রফতানি পণ্যেরর জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে; সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে; দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

এনবিআর জানায়, এরই মধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার (DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E) ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ‘বিসডব্লিউ’ সিস্টেমের মাধ্যমে দাখিল করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ৩০ জুন থেকে এসব সংস্থা শুধু ‘বিএসডব্লিউ’ সিস্টেমের মাধ্যমেই সিএলপি ইস্যু করবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এর বাইরে অন্য কোনো মাধ্যমে সনদ সংগ্রহ করা সম্ভব হবে না।

গড়ে ২১% শুল্ক আদায় হচ্ছে পোশাকে!

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাংলাদেশ থেকে প্রায় ৫৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। এই রপ্তানির ওপর থেকে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page