৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে নেটওয়ার্ক স্থানান্তরের জন্য । অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাবের সেবা ওই সময় করদাতারা পাবেন না ।
জাতীয় রাজস্ব বোর্ড জানায় যে, নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেড আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার। আর এ কারনে আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা সব কার্যক্রম বন্ধ থাকবে ।
তাই এনবিআর ১৯ ডিসেম্বর সকাল ৭টার আগে অথবা ২৩ ডিসেম্বরের পরে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ সারতে অনুরোধ করেছে ।