Tuesday, July 15, 2025
Tuesday, July 15, 2025
বাড়িকাস্টমসকনটেইনার ভর্তি সিগারেট আটক করেছে কাস্টমস।

কনটেইনার ভর্তি সিগারেট আটক করেছে কাস্টমস।

রোববার বিকেলে চালানটি আটক করে কাস্টমস হাউসের এইআইআর টিম। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গৃহস্থালি পণ্যের ঘোষণায় চালানটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর ইপিজেড খিয়াটি ল্যাদার ইনোভেশন বিডি লিমিটেড এটি আমদানি করে।
রোববার চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য পেয়ে এটি আটকে দেয় কাস্টমস হাউসের এআইআর টিম। এরপর এটি শতভাগ কায়িক পরীক্ষা করে সিগারেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাতে তৈরি।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক দেড় কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। অর্থাৎ মিথ্যা ঘোষণায় চালানটি আমদানি করে প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।
চালানটি আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম কাস্টমসের এআইআর টিম মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫০ লাখ শলাকা সিগারেট এবং ১১ হাজার ৬৭৬ লিটার মদ আটক করে।

১৪ হাজার কনটেইনারের স্তূপ !

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের ‘শাটডাউন’ কর্মসূচির কারণে চট্টগ্রামের ১৯টি ডিপোতে প্রায় ১৪ হাজার রপ্তানিবাহী কনটেইনারের স্তূপ জমেছে। গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার হলেও কোনো...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page