Thursday, July 17, 2025
Thursday, July 17, 2025
বাড়িবিজনেস আপডেটউন্নতি হয়নি ব্যবসা পরিস্থিতির। এমন টাই বলছেন ব্যবসায়ীরা।

উন্নতি হয়নি ব্যবসা পরিস্থিতির। এমন টাই বলছেন ব্যবসায়ীরা।

নতুন করে ভ্যাট আরোপ ও সরকারের নীতির ধারাবাহিকতার অভাবে ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে সমস্যা তৈরী হচ্ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। দেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নীতি সমন্বয়’ শীর্ষক এক সংলাপের আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
স্বাগত বক্তব্য দেন অ্যামচেমের সহসভাপতি এরিক এম ওয়াকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। ফাহমিদা খাতুন বলেন, দেশে কয়েক বছর ধরে বিনিয়োগ পরিস্থিতি ভালো নেই। বিশেষ করে জিডিপির তুলনায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। এ পরিস্থিতি উত্তরণে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ নীতি সংশোধন করতে হবে। এ ছাড়া শুল্ক–কর নিয়ে বিদ্যমান জটিলতা নিরসন করতে হবে।অর্থ উপদেষ্টা জানান, বিনিময় হার, শুল্ক–কর, নীতিমালা প্রভৃতি দিক দিয়ে দেশে এখনো ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়নি। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে।
বেসরকারি খাতকেও প্রতিষ্ঠানের অভ্যন্তরে সুশাসন প্রতিষ্ঠা, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এগুলো না করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। যার ক্ল্যাসিক উদাহরণ বেক্সিমকো গ্রুপ। প্রতিষ্ঠানটি এখন কর্মীদের বেতনও দিতে পারছে না।দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নীতিসমর্থন বিষয়ক এক সংলাপে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অতিথিরা। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) গতকাল ঢাকার গুলশানের একটি হোটেলে এই সংলাপের আয়োজন করে
দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নীতিসমর্থন বিষয়ক এক সংলাপে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অতিথিরা। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) গতকাল ঢাকার গুলশানের একটি হোটেলে এই সংলাপের আয়োজন করেছবি: অ্যামচেমের সৌজন্যে
ব্যবসায়ীরা বলছেন, দেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি; বরং আগের চেয়ে খারাপ হয়েছে। নতুন করে ভ্যাট আরোপ ও সরকারের নীতির ধারাবাহিকতার অভাবে ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে সমস্যায় পড়েছেন তাঁরা।
রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংলাপে এ কথাগুলো বলেন দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। আর অনুষ্ঠানে উপস্থিত সরকারের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের এসব সমস্যা যৌক্তিক। সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।

দেশে আসছে চিন্ট ব্র্যান্ডের এলইডি!

চীনভিত্তিক বৈশ্বিক এলইডি লাইটিং ব্র্যান্ড চিন্ট এবার বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এ ব্যাপারে চিন্টের সঙ্গে সম্প্রতি স্থানীয় ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠান ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page