১০ বছরের বেশি সময় ধরে জাপানে চামড়ার জুতা রপ্তানি করছে চট্টগ্রামের টি কে ফুটওয়্যার। জাপানি একটি প্রতিষ্ঠানের কাছে মাসে তারা ১৫-২০ হাজার জোড়া চামড়ার জুতা রপ্তানি করছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে নজর দিচ্ছে টি কে গ্রুপ। এ জন্য গঠন করা হয়েছে রিফ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস নামে নতুন কোম্পানি। এই কোম্পানির অধীনে দেশের বাজারে রিফ ব্র্যান্ডের চামড়ার জুতা বিক্রি করবে তারা।
সে জন্য গ্রুপটির পক্ষ থেকে আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে। ৯৫০ বর্গফুট আয়তনের এই বিক্রয়কেন্দ্রে নারী, পুরুষ ও বাচ্চাদের জুতা পাওয়া যাবে। জানা যায়, দেশের বাজারে জুতার ব্র্যান্ড চালুর অংশ হিসেবে গত বছর চট্টগ্রামের চান্দগাঁও ও কালুরঘাট এলাকায় দুটি বিক্রয়কেন্দ্র চালু করা হয়। সেখানে ভালো সাড়া পাওয়ায় নতুন করে তিনটি বিক্রয়কেন্দ্র চালুর উদ্যোগ নেয় তারা। তার মধ্যে একটি আজ ঢাকায় চালু হচ্ছে। তারপরই চট্টগ্রাম শপিং কমপ্লেক্স এবং নাসিরাবাদে আরও দুটি বিক্রয়কেন্দ্র চালু করা হবে।
চামড়ার ব্যবসায় রিফ লেদারের অভিজ্ঞতা তিন দশকের। ১৯৯১ সালে চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ট্যানারি স্থাপন করে প্রতিষ্ঠানটি। সেই কারখানায় প্রক্রিয়াজাত করা চামড়া বিদেশে রপ্তানি হয়। রিফ লেদার ২০১৯ সালে কাঁচা চামড়া থেকে ফিনিশড ধাপ পর্যন্ত কাজের জন্য বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পায়। বাংলাদেশের সাতটি এলডব্লিউজি সনদ পাওয়া কারখানার একটি রিফ লেদার।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বর্তমানে রিফ লেদার ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ বর্গফুট চামড়া রপ্তানি করে। তাদের ৯-১০টি ক্রেতা প্রতিষ্ঠানের অধিকাংশ ইউরোপের। গত বছর তারা ১০০ কোটি টাকার চামড়া রপ্তানি করে।
রিফ ব্র্যান্ডে এখন কেবল চামড়ার জুতা পাওয়া যাবে। উচ্চ, মধ্যম ও সাশ্রয়ী দামের জুতা থাকবে। অধিকাংশ জুতা উৎপাদনে পরিবেশবান্ধব রিফ লেদারের কারখানার চামড়া ব্যবহার করার কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা জানান, চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত রপ্তানিকারক প্রতিষ্ঠান টি কে ফুটওয়্যারের কারখানার একটি ইউনিটে আপাতত স্থানীয় বাজারের জন্য জুতা তৈরি হচ্ছে।
রিফ লেদারের পরিচালক মো. মখলেসুর রহমান বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের জুতার চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ আমদানি করে মেটাতে হয়। সে জন্য আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুতার ব্র্যান্ড গড়তে চেয়েছি। আমরা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে জুতা সরবরাহ করতে চাই।’
নতুন জুতার ব্র্যান্ড আনছে টি কে গ্রুপ।
RELATED ARTICLES