Monday, December 23, 2024
Monday, December 23, 2024
বাড়িভ্যাটঅনলাইনে ভ্যাটের সব কার্যক্রম ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে

অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে

৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে নেটওয়ার্ক স্থানান্তরের জন্য । অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাবের সেবা ওই সময় করদাতারা পাবেন না ।

জাতীয় রাজস্ব বোর্ড জানায় যে, নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেড আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার। আর এ কারনে আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা সব কার্যক্রম বন্ধ থাকবে ।

তাই এনবিআর ১৯ ডিসেম্বর সকাল ৭টার আগে অথবা ২৩ ডিসেম্বরের পরে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ সারতে অনুরোধ করেছে ।

পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড়!

বছরে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড । আয়কর যা আদায় হয়, তার চেয়ে বেশি করছাড় দেওয়া হচ্ছে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page