জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে নতুন আবগারি শুল্ক কার্যকর করলেও, ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইস্যু হওয়া টিকিটের জন্য কিছুটা ছাড় দিয়েছে। এই সময়ের মধ্যে যেসব যাত্রী টিকিট কেটেছেন, তাদের বাড়তি শুল্ক দিতে হবে না।
নতুন আবগারি শুল্ক অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে এটি ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করা হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের জন্য শুল্ক ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা এবং ইউরোপ ও আমেরিকার ক্ষেত্রে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাধারণত, বিমান সংস্থাগুলো টিকিট বিক্রির সময়ই শুল্ক আদায় করে নেয়। তবে, নতুন হার তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় কিছু টিকিটের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। বিশেষ করে, আগেভাগে কেনা টিকিটের ক্ষেত্রে বাড়তি শুল্ক নেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার কথা বিবেচনা করে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুরোধে NBR সাময়িক ছাড়ের এই সিদ্ধান্ত নিয়েছে।
যারা ৯ থেকে ১৮ জানুয়ারির মধ্যে টিকিট কেটেছেন, তাদের জন্য এটি স্বস্তির খবর। তবে ১৯ জানুয়ারির পর থেকে নতুন শুল্ক কার্যকর থাকবে, তাই আগাম টিকিট কেনার সময় যাত্রীদের নতুন হার মাথায় রাখতে হবে।