Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যনতুন চার কমিটি গঠন করল নির্বাচন কমিশন

নতুন চার কমিটি গঠন করল নির্বাচন কমিশন

নির্বাচন সংক্রান্ত সব কাজ যাতে সুষ্ঠভাবে সম্পূর্ণ করা হয় তার জন্য ৪টি নতুন কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত ৪ টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশনের প্রথম বৈঠকে গত সোমবার এসব কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশন বিধিমালা, ২০১০-এর বিধি ৩-এর উপ-বিধি ২-এর উপ-বিধি অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুউদকে প্রধান করে ৮ সদস্যের ‘আইন ও বিধি সংস্কার কমিটির’ গঠিত হয়েছে। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সকল আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সাথে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা।


আরেকটি কমিটি গঠিত হয়েছে ৯ সদস্যের। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদকে এই কমিটির প্রধান করা হয়েছে। এ কমিটির কাজ হবে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়।


নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারকে সীমানা পুর্ননির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও মনিটরিং এবং সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা সংক্রান্ত ৬ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে।


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন পরিচালনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির প্রধান করা হয়েছে।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page