Thursday, July 17, 2025
Thursday, July 17, 2025
বাড়িকাস্টমসদেশের রপ্তানি বাজার ভাল যাচ্ছে।

দেশের রপ্তানি বাজার ভাল যাচ্ছে।

গত মাসে ৩ হাজার ৩১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এই রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় ৪৭ কোটি ডলার বেশি। একইভাবে দেড় কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ১ কোটি ২৩ লাখ ডলারের হোম টেক্সটাইল, ১ কোটি ৯০ লাখ ডলারের চামড়াবিহীন জুতা, ৬০ লাখ হিমায়িত খাদ্য, ৭০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।
এভাবেই তৈরি পোশাক ছাড়া অন্য খাতের রপ্তানিও গত নভেম্বরে বৃদ্ধি পাওয়ায় দেশের সামগ্রিক পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১ হাজার ৯৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।
ইপিবির তথ্যানুযায়ী, গত নভেম্বরে ৪১২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে ৩৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। এই হিসাবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রচ্ছন্ন রপ্তানি এবং স্যাম্পল বা নমুনা রপ্তানির তথ্যও সংযুক্ত আছে। যদিও পরিমাণটি খুব বেশি নয়। অবশ্য প্রকৃত রপ্তানির পরিসংখ্যানও প্রকাশ করার আশ্বাস দেন ইপিবির ভাইস চেয়ারম্যান।
২০২৩-২৪ অর্থবছরে সব মিলিয়ে ৪ হাজার ৪৪৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। পণ্য ও সেবা মিলিয়ে চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭৫০ কোটি ডলার। তার মধ্যে পণ্য রপ্তানি ৫ হাজার কোটি বা ৫০ বিলিয়ন ডলার।গত পাঁচ মাসে সামগ্রিক পণ্য রপ্তানির ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১ হাজার ৬১২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। শুধু নভেম্বরেই ১৭৪ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ শতাংশ। অন্যদিকে গত মাসে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৫৭ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ২০ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ৫০ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৪ শতাংশ বেশি। এ ছাড়া গত জুলাই থেকে নভেম্বরে ৪৭ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৭ দশমিক ৬১ শতাংশ।চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৩৪ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম। এ ছাড়া গত জুলাই থেকে নভেম্বরে ৩৩ কোটি ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।
ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, জুলাই-আগস্টে ব্যবসা-বাণিজ্যে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। সেখান থেকে ব্যবসা-বাণিজ্য এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি সেই ইঙ্গিত দিচ্ছে।

দেশে আসছে চিন্ট ব্র্যান্ডের এলইডি!

চীনভিত্তিক বৈশ্বিক এলইডি লাইটিং ব্র্যান্ড চিন্ট এবার বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এ ব্যাপারে চিন্টের সঙ্গে সম্প্রতি স্থানীয় ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠান ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page