২০২৫ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থিতিশীল থাকবে। সেই সঙ্গে কমতে পারে মূল্যস্ফীতি ও সুদের হার। এতে ভোক্তাদের ক্রয় সক্ষমতা বাড়বে; স্বস্তি আসবে তাঁদের জীবনে। বৃহত্তর বৈশ্বিক অর্থনীতিও একই ধারায় চলবে।আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১ শতাংশ হলেও ২০২৫ সালে তা ৩ দশমিক ২ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে দ্য মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউট (এমইআই)।
মূল্যস্ফীতির চাপ কমলে ভোক্তাদের জীবনে স্বস্তি আসার পাশাপাশি শ্রমবাজারে তার প্রভাব পড়বে। এমইআইয়ের পূর্বাভাস, আগামী বছর ইলেকট্রনিকস, আসবাব, অ্যাপ্লায়েন্সসহ ঐচ্ছিক পণ্য ও সেবা ক্রয়ে মানুষের ব্যয় বাড়বে।