Monday, December 23, 2024
Monday, December 23, 2024
বাড়িঅন্যান্য২০ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে।

২০ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে।

হোটেল লেকশোর গ্রান্ড, গুলশান- ২ এ Admission Connect আয়োজন করতে যাচ্ছে Multi Destination Education Expo যেখানে শিক্ষার্থীরা কানাডার University of Windsor, University of Regina ও Algoma University এবং ইউকে এর University of Essex, Coventry University, Yorkville University সহ দুই দেশের মোট 20 টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে স্কলারশিপ সহ ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রোগ্রামটি হতে যাচ্ছে আগামী ২২ শে নভেম্বর


USA, অস্ট্রোলিয়া ও নিউজিল্যান্ড এ ভর্তিচ্ছুদের জন্যও রয়েছে আলাদা কাউন্সেলিং সেশন। এছাড়া টিউশন ফি লোনের জন্য রয়েছে ডেডিকেটেড ডেস্ক।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান মাহমুদ বলেন, মেলার দিন যারা USA এবং কানাডার জন্য এপ্লিকেশন প্রসেস শুরু করবেন তাদের জন্য ফাইল ওপেনিং ফি এবং ভিসা পরবর্তী সার্ভিস চার্জে রয়েছে ৫০% ডিসকাউন্ট। এছাড়াও যারা UK, অস্ট্রোলিয়া ও নিউজিল্যান্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করবেন তাদের জন্য রয়েছে IELTS registration ফি ক্যাশব্যাক।


তিনি আরো জানান, যেসব মেধাবী শিক্ষার্থীরা টিউশন ফি নিয়ে চিন্তিত তাদের জন্য মেলায় রয়েছে ডেডিকেটেড স্টাডি লোন বা টিউশন ফি লোন আবেদনের বিশেষ বুথ। তিনি জানান, তার প্রতিষ্ঠানই বাংলাদেশে প্রথম স্টাডি লোনের সুযোগ নিয়ে এসেছিল ২০২২ সালে যা এখন আরো বিস্তৃতভাবে হচ্ছে।


তিনি জানান, যাদের IELTS বা অন্য কোন ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি নেই, তাদের জন্য MOI দিয়ে অনেক বিদেশী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ রয়েছে। যারা স্টাডি গ্যাপ নিয়ে চিন্তিত, তাদের জন্যও মেলায় সুখবর রয়েছে বলে তিনি জানান। মেলায় আসা প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আনলিমিটেড স্টাডি গ্যাপ নিয়ে আবেদন করার সুযোগ রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরা মেলায় এসে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহন করে উপকৃত হবেন বলে তিনি আশাবাদি ।

প্রান্তিক খামার বন্ধের ঘোষণা খামারিদের

ছোট খামারিদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। এসব দাবি না মানলে আগামী ১ জানুয়ারি...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page