Tuesday, July 8, 2025
Tuesday, July 8, 2025
বাড়িকাস্টমসশুল্ক ফাকি দেওয়ায় জব্দ করা হয়েছে বিএমডব্লিউ গাড়ি।

শুল্ক ফাকি দেওয়ায় জব্দ করা হয়েছে বিএমডব্লিউ গাড়ি।

অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা একটি বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।ঘোটনাটি ঘোটে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায়। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্তঅধিদপ্তরের যুগ্ম পরিচালক সাজিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।


গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। যার মডেল নম্বর ৭৪০ই।২০২০ সালের ৩ মে চট্টগ্রামের নাগোয়া করপোরেশন নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের ওই গাড়িটি ছাড় করে। তবে তখন গাড়ির ঘোষণাপত্রে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের গাড়ির কথা উল্লেখ করা হয়। যা মূলত কাস্টমস আইন, ২০২৩ এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারার লঙ্ঘন ও একই আইনের ২ (২৪) অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য অপরাধ।


এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে জব্দ করা গাড়িটি শুল্ক গুদামে জমা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

১৪ হাজার কনটেইনারের স্তূপ !

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের ‘শাটডাউন’ কর্মসূচির কারণে চট্টগ্রামের ১৯টি ডিপোতে প্রায় ১৪ হাজার রপ্তানিবাহী কনটেইনারের স্তূপ জমেছে। গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার হলেও কোনো...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page