Tuesday, July 15, 2025
Tuesday, July 15, 2025
বাড়িঅন্যান্যএমএসআইয়ের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো বাজারে!

এমএসআইয়ের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো বাজারে!

মাইক্রো-স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) উন্মোচন করে ‘এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড’। এমএসআইয়ের বাংলাদেশ অফিসে ‘এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড’ আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএসআই বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার তৌহীদ হোসেন, প্রোডাক্ট ম্যানেজার হুমায়ুন কবীর, ইউসিসির ডিজিএম অ্যান্ড হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট জয়নুস সালেকিন ফাহা্‌দ, এজিএম- প্রোডাক্ট ম্যানেজমেন্ট নুরুল আলম ভূঁইয়া মিনার।


এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজের আরটিএক্স ৫০৯০ এবং আরটিএক্স ৫০৮০ মডেলের গ্রাফিক্স কার্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। নতুন উন্মোচিত হওয়া এই গ্রাফিক্স কার্ডগুলোতে রয়েছে ডিএলএসএস ৪ (মাল্টি ফ্রেম জেনারেশন), পঞ্চম প্রজন্মের টেনসর কোরস, চতুর্থ প্রজন্মের আরটি কোরস, জিডিডিআর৭ মেমোরি, এনভিডিয়া রিফ্লেক্স ২ এর মত আধুনিক সকল ফিচার। যা গেমিং, প্রফেশনাল এবং এআই প্রফেশনালদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং বিশেষভাবে প্রয়োজনীয়। গ্রাফিক্স কার্ডগুলো ইউসিসি এবং ইউসিসি অনুমোদিত ডিলার ও রিসেলারদের কাছে পাওয়া যাবে।

সারা দেশে আমদানি-রপ্তানিসহ বন্ধ শুল্ক–কর কার্যক্রম!

সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাজ হচ্ছে না। চলছে শাটডাউন কর্মসূচি। ভবনের ভেতরে কেউ ঢুকতে পারছেন না। বের হতেও পারছেন না কেউ। এ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page