Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িঅন্যান্যএমএসআইয়ের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো বাজারে!

এমএসআইয়ের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো বাজারে!

মাইক্রো-স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) উন্মোচন করে ‘এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড’। এমএসআইয়ের বাংলাদেশ অফিসে ‘এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড’ আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএসআই বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার তৌহীদ হোসেন, প্রোডাক্ট ম্যানেজার হুমায়ুন কবীর, ইউসিসির ডিজিএম অ্যান্ড হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট জয়নুস সালেকিন ফাহা্‌দ, এজিএম- প্রোডাক্ট ম্যানেজমেন্ট নুরুল আলম ভূঁইয়া মিনার।


এমএসআই জিফোর্স আরটিএক্স৫০ সিরিজের আরটিএক্স ৫০৯০ এবং আরটিএক্স ৫০৮০ মডেলের গ্রাফিক্স কার্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। নতুন উন্মোচিত হওয়া এই গ্রাফিক্স কার্ডগুলোতে রয়েছে ডিএলএসএস ৪ (মাল্টি ফ্রেম জেনারেশন), পঞ্চম প্রজন্মের টেনসর কোরস, চতুর্থ প্রজন্মের আরটি কোরস, জিডিডিআর৭ মেমোরি, এনভিডিয়া রিফ্লেক্স ২ এর মত আধুনিক সকল ফিচার। যা গেমিং, প্রফেশনাল এবং এআই প্রফেশনালদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং বিশেষভাবে প্রয়োজনীয়। গ্রাফিক্স কার্ডগুলো ইউসিসি এবং ইউসিসি অনুমোদিত ডিলার ও রিসেলারদের কাছে পাওয়া যাবে।

বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী নেদারল্যান্ডসে!

নেদারল্যান্ডসে আজ থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page