বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) জনবল নিয়োগে আবেদন চলছে। এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে আবেদনপত্র পাঠাতে হবে।
যেভাবে আবেদন
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত আবেদনের নির্ধারিত ফরম বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ওয়েবসাইট https://btmc.gov.bd/ থেকে ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দিতে হবে।
আবেদন ফি
যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৫, ৬ ও ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং সব গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের অনুকূলে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান, বিটিএমসি।
আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৫।