Tuesday, July 8, 2025
Tuesday, July 8, 2025
বাড়িচাকুরিসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, গাড়িসহ বেতন ১ লাখ ৭৫ হাজার!

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, গাড়িসহ বেতন ১ লাখ ৭৫ হাজার!

সরকারি বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেডে লোকবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অথবা ফিন্যান্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ অর্থনীতি/ ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাস করা প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে তিন বছরের সিনিয়র ম্যানেজমেন্ট পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি নিয়মকানুন, কোম্পানি আইন, শ্রম আইন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), টোটাল প্রোডাকটিভ মেইনটেন্যান্স (টিপিএম) ও করপোরেট গভর্নেন্স সম্পর্কে জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিদ্যুৎশিল্প, এর আইনকানুন, বাজারব্যবস্থা ও এর কারিগরি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। উপস্থাপনায় পারদর্শী হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ৫০ থেকে ৬২ বছর।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল-সুবিধা এবং জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক https://surl.li/gnvplf থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), ইউনিক হাইটস (লেভেল-১৫), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৫।

বেসরকারি ব্যাংকে বড় নিয়োগ!

পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ১টি শূন্য পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page