রপ্তানি উন্নয়ন ব্যুরো শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে ওয়েবসাইটে http://epb.teletalk.com.bd/ আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীকে যা যা মানতে হবে!
এ বছরের ১৫/০৪/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ৮, ১১ ও ১২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১৩ ও ১৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না।
অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলি ও করণীয়
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটে http://epb.teletalk.com.bd/ আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) online–এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ২৩/০৪/২০২৫ সকাল ১০টা।
(ii) online–এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২২/০৫/২০২৫ বিকেল পাঁচটা। এই সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা online–এ আবেদনপত্র submit–এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।