১১টি পদে মোট ১০৬ জনবল নিয়োগে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ সোমবার (২৩ ডিসেম্বর) থেকে। ২০-০৩-২০২৪ সালে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
পদের নাম ও পদসংখ্যা
১.
অ্যাসি. ম্যানেজার অপারেশন্স (জিএসই)। (শুধু পুরুষ)
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭৯৫০ টাকা।
পদসংখ্যা: ১২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ সালের অনুর্ধ্ব ৩২
২.
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
বেতন স্কেল: ২২,৫০০-৫৪২৯০ টাকা।
পদসংখ্যা: ০৬টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ সালের অনুর্ধ্ব ৩২
৩.
জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অডিনেটর
বেতন স্কেল: ২২,৫০০-৫৪২৯০ টাকা।
পদসংখ্যা: ০১টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ সালের অনুর্ধ্ব ৩২
৪.
সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল: ১৫৯০০-৩৮৪০০ টাকা।
পদসংখ্যা: ০২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ সালের অনুর্ধ্ব ৩২
৫.
সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং)
বেতন স্কেল: ১৫,৯০০- ৩৮৪০০ টাকা
পদসংখ্যা: ০৪টি
বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
৬.
ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল: ১২,৫০০- ৩০২৩০ টাকা
পদসংখ্যা: ১২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
৭.
প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল: ১২,৫০০- ৩০২৩০ টাকা
পদসংখ্যা: ৫টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
৮.
পাম্প অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল: ১২,৫০০- ৩০২৩০ টাকা
পদসংখ্যা: ০২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
৯.
জুনিয়র ডেন্টার/জুনিয়র পেইন্টার
বেতন স্কেল: ১১,০০০- ২৬৫৯০ টাকা
পদসংখ্যা: ০২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
১০.
ডেসপাস রাইডার
বেতন স্কেল: ১১,০০০- ২৬,৫৯০ টাকা
পদসংখ্যা: ০২টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
১১.
এমটি অপারেটর (ক্যাজুয়াল)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদসংখ্যা: ৫৮টি
আবেদনের বয়স: ২৩-১২-২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
চাকরি প্রত্যাশিদের জন্য নির্দেশনা—
বয়সের ক্ষেত্রে অভিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডেরর ওয়েবসাইটে এবং www.biman-airlines.com প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদের নাম সংশোধন/পরিবর্তন, পরীক্ষার সময়সহ বিভিন্ন পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা স্থগিত করার অধিকার বাংলাদেশ বিমানের। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীরা নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। প্রার্থী নির্বাচনে সরকারি বিধি-বিধান অনুসরন করা হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ২৩-১২-২০২৪ সকাল ১০ টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় ১-১-২০২৫, বিকাল ৫টা। এ সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS (এস এম এস)-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি কত—
টেলিটকের যেকোনো প্রি পেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে ক্রমিক নং ১ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬১৯/- (ছয়শত ঊনসত্তর টাকা), ক্রমিক ২ থেকে ৫ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৫৫৮/-(পাঁচশত আটান্ন টাকা), ক্রমিক ৬ থেকে ৮ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরনযোগ্য ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা এবং ক্রমিক নং ৯ থেকে ১১ পদে আবেদন ফি অফেরতযোগ্য ২২৩/- (দুইশত ডেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে http://bbal.teletalk.com.bd ও www.biman.gov.bd এবং www.biman-airlines.comএবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নদরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং যাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
বিস্তারিত দেখুন https://biman.gov.bd/sites/default/files/files/biman-airlines.portal.gov.bd/notices/dfeea347_eee7_4661_9ae4_b110672bc331/2024-12-23-04-08-0a067ac241b74311fd21320d2e702c72.pdf