Tuesday, July 15, 2025
Tuesday, July 15, 2025
বাড়িবিজনেস আপডেটনুমালিগড় থেকে আনা হচ্ছে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল!

নুমালিগড় থেকে আনা হচ্ছে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল!

ভারতীয় কোম্পানি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে এ ডিজেল আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকার মতো।
২০২৪ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে এ নিয়ে আগেই নুমালিগড় রিফাইনারির দর–কষাকষি হয়েছে। উভয় দেশের মধ্যে ২০১৬ থেকে এ–সংক্রান্ত চুক্তি রয়েছে, যার মেয়াদ ১৫ বছর।
প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে ৫ দশমিক ৫০ ডলার। ডিজেল আমদানির ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। তবে দেশটিতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বেশি। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page