Monday, July 14, 2025
Monday, July 14, 2025
বাড়িকাস্টমসকাস্টমস প্রক্রিয়া আরো দ্রুত ও হয়রানিমুক্ত করার দাবি বিজিএমইএর

কাস্টমস প্রক্রিয়া আরো দ্রুত ও হয়রানিমুক্ত করার দাবি বিজিএমইএর

কাস্টমস প্রক্রিয়াগুলোকে আরো সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল চট্টগ্রাম কাস্টম হাউজে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গত জুলাই থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারণে স্বাভাবিক উৎপাদন ও রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের প্রবল চেষ্টা থাকা সত্ত্বেও অস্থিরতা এখনো বিরাজমান, বন্ধ রয়েছে অনেক পোশাক শিল্প-কারখানা।’

বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পোশাক শিল্পে যে অস্থিরতা বিরাজ করছে তাতে এ শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বহু ক্রেতা এরই মধ্যে দেশ থেকে চলে যেতে শুরু করেছে এবং বাতিল হচ্ছে ক্রয়াদেশ।’

সরকারের কাছে এ সংকটের দ্রুত সমাধান চেয়ে তিনি বলেন, ‘পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে কাস্টমসসংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব আছে। এ বিষয়গুলো মোকাবেলা করতে গিয়ে শিল্পের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায়। পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্বের সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারায় শিল্প।’

রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে লিড টাইম একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রাকিবুল আলম বলেন, ‘কম লিড টাইমে আন্তর্জাতিক বাজারে পোশাক সরবরাহের চাহিদা ক্রমবর্ধমান বাড়ছে। কাস্টমসসংক্রান্ত হয়রানির ক্ষেত্রে লিড টাইম হারালে বিশ্ববাজারে আমরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ব। এক্ষেত্রে কাস্টমসসংক্রান্ত প্রক্রিয়াগুলো আরো আধুনিক, সহজ ও ব্যবসাবান্ধব করা প্রয়োজন।’

১৪ হাজার কনটেইনারের স্তূপ !

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের ‘শাটডাউন’ কর্মসূচির কারণে চট্টগ্রামের ১৯টি ডিপোতে প্রায় ১৪ হাজার রপ্তানিবাহী কনটেইনারের স্তূপ জমেছে। গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার হলেও কোনো...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page