Saturday, August 30, 2025
Saturday, August 30, 2025
বাড়িবিজনেস আপডেটনতুন সাত মডেলের ব্যাটারি এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন!

নতুন সাত মডেলের ব্যাটারি এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন!

বাজারে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নতুন সাতটি মডেলের ব্যাটারি (কার ব্যাটারি) বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। গ্রাভিটন সিরিজের এই ব্যাটারি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), মাইক্রো বাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় (সিএনজি) ব্যবহার উপযোগী।
বাজারে আসা ওয়ালটনের কার-ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ ও গ্রাভিটন এনএক্স১২০-৭ এল।


ওয়ালটনের তৈরি প্রিমিয়াম শ্রেণির এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকা দামের মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের পরিবেশক ও সরবরাহকারীদের বিক্রয়কেন্দ্র থেকে এসব ব্যাটারি কিনতে পারবেন গ্রাহকেরা।

বাজারে আসছে চীনের পাম্প প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাফুর পাম্প ও মোটর!

বাংলাদেশের বাজারে আসছে চীনের পাম্প প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাফুর পাম্প ও মোটর। দেশীয় প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এখানকার বাজারে আসতে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page