বাজারে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নতুন সাতটি মডেলের ব্যাটারি (কার ব্যাটারি) বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। গ্রাভিটন সিরিজের এই ব্যাটারি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), মাইক্রো বাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় (সিএনজি) ব্যবহার উপযোগী।
বাজারে আসা ওয়ালটনের কার-ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ ও গ্রাভিটন এনএক্স১২০-৭ এল।
ওয়ালটনের তৈরি প্রিমিয়াম শ্রেণির এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকা দামের মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের পরিবেশক ও সরবরাহকারীদের বিক্রয়কেন্দ্র থেকে এসব ব্যাটারি কিনতে পারবেন গ্রাহকেরা।