Monday, July 14, 2025
Monday, July 14, 2025
বাড়িবিজনেস আপডেটপ্রায় আড়াই শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

প্রায় আড়াই শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বড় দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় আড়াই শতাংশ। তবে এক্সচেঞ্জটিতে গতকাল লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪ শতাংশ বা ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৪ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৮৬ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৫২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৩৯ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মা ও গ্রামীণফোনের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৯টির, কমেছে ৩৪৭টির আর অপরিবর্তিত ছিল ২২টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৪৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৮৯ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ১৩ শতাংশ। 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। তবে দেশটিতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বেশি। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page