Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িবিজনেস আপডেটদেশে প্রথম ওএলইডি টিভি এস ৯৫ডি নিয়ে এল।

দেশে প্রথম ওএলইডি টিভি এস ৯৫ডি নিয়ে এল।

সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির টিভি সিরিজ নিয়ে এসেছে স্যামসাং। রাজধানীর গুলশানে ট্রান্সকম ডিজিটাল স্টোরে ১০ ফেব্রুয়ারি এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় স্যামসাং। ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি—এ তিনটি আকারের এস ৯৫ডি সিরিজটি নিয়ে এসেছে স্যামসাং। এটি রীতিমতো প্রিমিয়াম ওএলইডি অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে আছে শতভাগ কালার ভলিউম–সমৃদ্ধ ওএলইডি গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি দূর করে এটি দেবে একদম স্বচ্ছ ছবি। স্যামসাং এস ৯৫ডিতে আরও আছে এনকিউ ৪ এআই জেন ২ প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যেকোনো ছবিকে ফোরকের মতো ঝকঝকে ও প্রাণবন্ত করে তুলবে এটি।


আইওটি হাব সুবিধাযুক্ত স্যামসাংয়ের নিজস্ব স্মার্টথিংস ফিচারের মাধ্যমে এস ৯৫ডি সিরিজের টিভিতে স্যামসাংয়ের সব স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য এতে রয়েছে নক্স সিকিউরিটির সুবিধা। গেমিং ও অন্যান্য অ্যাকশন–সমৃদ্ধ ছবি জীবন্ত করে তোলার জন্য এস ৯৫ডি ওএলইডি সিরিজে মোশন অ্যাকসেলেরেটর ১৪৪ হার্টজ টেকনোলজিও যোগ করেছে স্যামসাং। ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘এস ৯৫ডি সিরিজটির মাধ্যমে আমাদের বিশ্বস্ত অংশীদার স্যামসাং বাংলাদেশে ওএলইডি টিভির যাত্রা আরম্ভ করেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নির্ভরযোগ্য বিক্রয় ও গ্রাহকসেবা দেওয়ার মাধ্যমে আমরা সব সময় স্যামসাং ও ট্রান্সকমের সম্মানিত গ্রাহকদের পাশে আছি।’


দেশজুড়ে স্যামসাং ও অংশীদার আউটলেট—ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনালের সব আউটলেটে বর্তমানে টিভি সিরিজটি পাওয়া যাচ্ছে। এর মূল্য শুরু হচ্ছে ৩ লাখ ৯ হাজার ৯০০ টাকা থেকে। তবে গ্রাহকেরা ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-বুক করলে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া বিনা সুদে ২৪ মাসের ইএমআইয়ের সুবিধা আছে।

পণ্য রপ্তানি বেড়েছে ইপিজেড থেকে!

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page