Tuesday, July 15, 2025
Tuesday, July 15, 2025
বাড়িবিজনেস আপডেটহালাল কসমেটিকস রপ্তানি করতে চলেছে রিমার্ক-হারল্যান।

হালাল কসমেটিকস রপ্তানি করতে চলেছে রিমার্ক-হারল্যান।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) মালয়েশিয়া ও আজারবাইজানে হালাল কসমেটিকস বা প্রসাধনী রপ্তানি করতে চলেছে রিমার্ক-হারল্যান। বর্তমানে এসব বাজারে প্রসাধনপণ্য বিক্রিতে ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হচ্ছে, যা দেশের এই কোম্পানি ধরতে চায়। রিমার্ক–হারল্যান প্রাথমিকভাবে লিলি ও অলিন ব্র্যান্ডের আটটি হালাল পণ্য রপ্তানি করবে। তবে শতাধিক হালাল পণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কোম্পানিটির।
রিমার্কের পরিচালক চিত্রনায়ক শাকিব খান গত রোববার এক অনুষ্ঠানে এ তথ্য জানান। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কাছ থেকে রিমার্কের হালাল পণ্যের সনদ প্রাপ্তি উপলক্ষে রাজধানীর বনানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও তানজিদ হাসান তামিম, রিমার্ক-হারল্যানের নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন হাসান ইমন প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, আগামী এপ্রিলে দুবাইয়ে অনুষ্ঠেয় একটি মেলায় নিজেদের উৎপাদিত বিভিন্ন ধরনের স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য নিয়ে অংশ নেবে রিমার্ক–হারল্যান।

রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব খান বলেন, ‘দেশে-বিদেশে এখন বিপুলসংখ্যক মানুষ হালাল পণ্য পছন্দ করেন। আমরা উন্নতমানের হালাল পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।’

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। তবে দেশটিতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বেশি। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page