Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িবিজনেস আপডেটরমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন বন্দরে বেড়েছে ছোলার আমদানি।

রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন বন্দরে বেড়েছে ছোলার আমদানি।

বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১২০ টাকায়। এবারের রমজানে ছোলার দাম আগের মাসের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসেবে গত এক বছরের ব্যবধানে ছোলার দাম নয় দশমিক সাত ছয় শতাংশ বেশি। প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে পাঁচ থেকে দশ গুণ।


প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে পাঁচ থেকে দশ গুণ। আমদানিকারকেরা জানান, এই চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরগুলোতেও বেড়েছে ছোলার আমদানি। প্রতিদিন গড়ে সাত থেকে ১০ গাড়ি ছোলা আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ১৫ থেকে ২০ গাড়িতে।


বিক্রেতারা বলছেন, রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামে তারতম্য থাকলেও পাইকারি বাজারগুলোতে মিলছে মানভেদে প্রতি কেজি ১০৫ থেকে ১২০ টাকায়। আমদানিকারকেরা জানান, এবার বেড়েছে ছোলা আমদানির পরিমাণ। তাই রোজা শুরুর কয়েকদিনের মধ্যে ছোলার দাম কমতে পারে।

বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী নেদারল্যান্ডসে!

নেদারল্যান্ডসে আজ থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page