Monday, July 14, 2025
Monday, July 14, 2025
বাড়িব্যাংকিংদেশব্যাপী অর্থনৈতিক তথ্য সংগ্রহ শুরু।

দেশব্যাপী অর্থনৈতিক তথ্য সংগ্রহ শুরু।

১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস চত্বর থেকে র‌্যালি ও তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন ।আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে ।

প্রতি ১০ বছর পর পর দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রথমবারের মতো শুমারিতেই বিদেশি কর্মীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে । তারা কোন ধরনের পদে, কোন ধরনের প্রতিষ্ঠানে কর্র্মরত আছেন এবং কতজন কর্র্মরত আছেন সেসব তথ্য তুলে ধরা হবে।

জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিওকোড সমন্বয় করে শুমারির কার্যক্রমের জন্য ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার ব্যবহার করে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবলেটগুলোকে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করবে। সংগৃহীত সকল তথ্য-উপাত্ত গোপন অবস্থায় থাকবে মাঠ পর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার আগ পর্যন্ত । জনসাধারণের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে। দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে এই অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে।

ইস্টার্ন ব্যাংক চালু করল বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড!

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বাংলাদেশে চালু করল ইস্টার্ন ব্যাংক। মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কার্ড চালু করা হয়। ইবিএল জানিয়েছে, নতুন ধরনের এই...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page