Tuesday, July 8, 2025
Tuesday, July 8, 2025
বাড়িব্যাংকিংনগদ প্রণোদনা দেওয়া হবে পাদুকা ও ব্যাগ রপ্তানিতে

নগদ প্রণোদনা দেওয়া হবে পাদুকা ও ব্যাগ রপ্তানিতে

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি করা পাদুকা ও ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেওয়া হবে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজিকরণ করা পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে ৩ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে ২ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে।সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা সংশ্লিষ্ট অন্যান্য বিজ্ঞপ্তিতে প্রযোজ্য নির্দেশনাবলি যথারীতি অপরিবর্তিত থাকবে।

এর আগে ৩০ অক্টোবর দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সেরর মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা দেওয়া হবে না। ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।এরপর বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

ইস্টার্ন ব্যাংক চালু করল বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড!

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বাংলাদেশে চালু করল ইস্টার্ন ব্যাংক। মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কার্ড চালু করা হয়। ইবিএল জানিয়েছে, নতুন ধরনের এই...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page