ব্যাংকঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানুয়ারি মাসের প্রতিবেদন পাওয়া গেলে সুদের হার বাড়ানোয় মূল্যস্ফীতির কী অবস্থা, তা জানা যাবে। এর ভিত্তিতে সুদের হার বাড়ানো হতে পারে, আবার না-ও হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে পরিস্থিতি উত্তরণে সারা বিশ্বে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। তাই এ বিষয়ে অধৈর্য হলে চলবে না।
দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ায় কেন্দ্রীয় সরকার। এতে ব্যাংকঋণের সুদহারও পাল্লা দিয়ে বেড়ে যায়। সুদ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন, ১৫-১৬ শতাংশ সুদে ব্যবসা করে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সুদের হার নিয়ে জানতে চাইলে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি, সুদের হার, বাজার চাহিদাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হয়।
প্রতিটিকে অ্যাড্রেস করতে হবে। অর্থনীতি ভালো না হলে ব্যবসা হবে না।’ তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে সব নিয়ন্ত্রণ করতে হবে। ডলারের দাম বেড়ে গেছে। যদিও ডলারের বিপরীতে টাকার মান বর্তমানে স্থিতিশীল।’
ঋণের সুদহার নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: গভর্নর
RELATED ARTICLES