বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল প্রকল্পে এই অর্থ দেওয়া হবে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওন। ইআরডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ বিভাগের বাংলাদেশ ফিন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ ২০২৪ থেকে ২০২৯ সাল। এই প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পে সহায়তা দেওয়া হয়।
এ দিকে গতকাল বুধবার অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে ৬০ কোটি ডলার বাজেট সহায়তা (নীতিভিত্তিক ঋণ) দেওয়ার ঘোষণা দিয়েছে এডিবি।