Sunday, September 7, 2025
Sunday, September 7, 2025
বাড়িবিজনেস আপডেটপর্যটন মেলা, অংশ নেবে ২০ দেশ!

পর্যটন মেলা, অংশ নেবে ২০ দেশ!

দেশে ১৩ তম বারের মতো ২০টি দেশের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। আগামী ৩০ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা হবে। মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ২২০টি স্টল থাকবে। মেলায় অংশ নেবেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ২০টি দেশের প্রতিনিধি ও পর্যটন খাতের দেশি–বিদেশি দুই হাজারের বেশি ব্যবসায়ী। টেকসই ও পরিবেশবান্ধব পর্যটনের প্রচারে এবারের মেলায় প্লাস্টিকের কোনো ব্যবহার থাকবে না। পাশাপাশি দেশের আট বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মেলা উপলক্ষে প্রথমবারের মতো চালু করা হবে মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে দর্শনার্থীরা ভেন্যুর মানচিত্র ও স্টলের অবস্থান সহজেই খুঁজে পাবেন।

সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টোয়াবের মেলাবিষয়ক পরিচালক তসলিম আমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন টোয়াবের পরিচালক মোহাম্মদ ইউনুছ। এ ছাড়া বক্তব্য দেন টোয়াব ও খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতারা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

কমেছে পোশাক রপ্তানি!

এক মাসের ব্যবধানে আগস্টে আবার তৈরি পোশাক রপ্তানি কমেছে। ফলে দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। রপ্তানি কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ। গত...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page