Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িআয়করআয়করমুক্ত থাকবে নোবেল পুরস্কারের অর্থ!

আয়করমুক্ত থাকবে নোবেল পুরস্কারের অর্থ!

নোবেল পুরস্কারের অর্থ আয়করমুক্ত থাকবে। এর পাশাপাশি মোট ১০ ধরনের পুরস্কার অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি কোনো করদাতা এসব পুরস্কারের অর্থ মোট আয় থেকে বাদ দিতে পারবে। বাজেটে এই কর মওকুফের প্রস্তাব করা হয়েছে।

নোবেল পুরস্কার ছাড়া অন্য পুরস্কারগুলো হলো র‍্যামন ম্যাগসাইসাই, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান। এ ছাড়া আরও কয়েকজন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। আয়কর আইনের ষষ্ঠ তফসিলে কোন কোন খাতের আয়কে মোট আয় পরগনা থেকে দেওয়া হবে, তা বলা আছে। আগামী অর্থবছরের বাজেটে সেখানে সংশোধন করে এসব পুরস্কারের অর্থকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়।

গাড়ির ট্যাক্স কত, কীভাবে দিতে হবে!

একজন গাড়ির মালিককে কমপক্ষে বছরে ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হয়। জ্বালানি তেল, চালকের বেতন, গাড়ি রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ সারা বছরই লেগে থাকে।...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page