Monday, December 1, 2025
Monday, December 1, 2025
বাড়িচাকুরিআন্তর্জাতিক সংস্থায় চাকরি।

আন্তর্জাতিক সংস্থায় চাকরি।

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় প্রজেক্ট কো-অর্ডিনেটর, রেইনস পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর, রেইনস


পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স, নিউট্রিশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। কৃষি মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন, ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল ও স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফারমারস হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ স্প্রেডশিট ও ডাটাবেজ প্যাকেজের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা। তবে হোম অফিসের সুযোগ আছে।


বেতন: বছরে ১৬,৫০,০৪৮ থেকে ১৮,৮৫,৫৪৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ ও বছরে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক https://www.gainhealth.org/project-coordinator-rains থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৫।

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ কোর্স, আবেদন শেষ ১৮ অক্টোবর!

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত। আবেদনে বয়স...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page