Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্য৩০ বছর পূর্তি উদ্‌যাপন করা হল ম্যাটেক্স বাংলাদেশের।

৩০ বছর পূর্তি উদ্‌যাপন করা হল ম্যাটেক্স বাংলাদেশের।

সম্প্রতি ৩০ বছর পূর্তি অনুষ্ঠান করেছে বাংলাদেশের রাসায়নিক শিল্পের পরিচিত প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড (এমবিএল) । রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ৩০ বছর পূর্তি ও ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার ও ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপমহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, নিত্যনতুন গবেষণা ও উদ্ভাবনে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাটেক্স পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদন অব্যাহত রাখবে বলে আশা করেন তিনি।
মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লু সাইন টেকনোলজি এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল রুফেনাখট, সিআরএম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পরিচালক ক্যাথরিন ভি মেয়ার ও এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। ড্যানিয়েল রুফেনাখট বলেন, ব্লু সাইন হলো কেমিক্যালস উৎপাদন ও দায়বদ্ধতার সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড। ইতিমধ্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৭০-এর বেশি কেমিক্যালস ব্লু সাইনের অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও কেমিক্যালস অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ম্যাটেক্স বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত।
ক্যাথরিন ভি মেয়ার বলেন, ব্লু সাইন সার্টিকিফেশন প্রাপ্তির মাধ্যমে ম্যাটেক্স শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক বাজারেও তাদের উপস্থিতি নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক অংশীদার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহির আহমেদ বলেন, অ্যাপেক্স হোল্ডিং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ম্যাটেক্স বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে চাই।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page