Wednesday, July 30, 2025
Wednesday, July 30, 2025
বাড়িভ্যাটবেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ!

বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ!

বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪.৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য আজ সোমবার ঘোষিত প্রস্তাবিত বাজেটে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘করদাতার স্বেচ্ছা পরিপালন (voluntary compliance) নিশ্চিত করতে হলে কর কাঠামোকে হতে হবে ন্যায্য, স্বচ্ছ ও প্রগতিশীল (progressive)। কর পরিপালন উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
এসব পদক্ষেপের ব্যাপারে তিনি জানান, ‘সমন্বয় করার সুযোগ না থাকায় বাড়তি ন্যূনতম করের বোঝা বহন সংক্রান্ত করদাতাদের দীর্ঘ দিনের অসুবিধা দূরীকরণে ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হয়, তা পরবর্তী করবর্ষসমূহে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।’
এ ছাড়া কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি থেকে আয় অনধিক ৫ (পাঁচ) লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪.৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া নিয়োগকর্তার জন্য কর পরিপালন সহজ করার লক্ষ্যে কর্মচারীকে প্রদত্ত পারকুইজিট অনুমোদনের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ২০ লাখ টাকা করা হয়েছে। চাকুরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টেরর চিকিৎসার পাশাপাশি মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে।
এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এটিও গত বিদায়ী অর্থবছরের চেয়ে কম। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জোগান দেবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া অন্যান্য খাত থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৫৩ শতাংশ।

গাড়ির ট্যাক্স কত, কীভাবে দিতে হবে!

একজন গাড়ির মালিককে কমপক্ষে বছরে ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হয়। জ্বালানি তেল, চালকের বেতন, গাড়ি রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ সারা বছরই লেগে থাকে।...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page