Friday, January 16, 2026
Friday, January 16, 2026
বাড়িভ্যাট২৫ টাকার জুসে ৮ টাকা শুল্ক দিতে হবে বলে ভ্যাট কমানোর দাবি...

২৫ টাকার জুসে ৮ টাকা শুল্ক দিতে হবে বলে ভ্যাট কমানোর দাবি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানএর।

নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ২৫ টাকার জুসে ৮ টাকা শুল্ক-কর হিসেবে দিতে হবে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সম্প্রতি জুস, ড্রিংক, কেক, আচার, চাটনি, টমেটো পেস্ট, টমেটো কেচাপ, টমেটো সসসহ বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এই ভ্যাট কমানোর দাবি জানান তিনি।
আহসান খান চৌধুরীর মতে, বাংলাদেশ হয়ে গেছে—কম ব্যবসা, বেশি কর, কম লেনদেন। তাই কর কমিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। আহসান খান চৌধুরী আরও বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা হাত-পা বাঁধা অবস্থায় সাগরে সাঁতার কাটার অবস্থার মধ্যে পড়েছি। আমাদের ব্যবসা বাড়ানোর সুযোগ দিন। ব্যবসা বাড়লে করও বাড়বে।’ এ সময় তিনি রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি না করে সরকারের ব্যয় কমানোর দাবি জানান।

তিন লাখ টাকার বেশি থাকলে কেটে রাখা হবে আবগারি শুল্ক!

ব্যাংকে বেশি টাকা থাকলে আপনার কাছ থেকে শুল্ক কেটে রাখবে। এত দিন ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থাকলে আবগারি শুল্ক কেটে রাখা হতো।...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page