২০২৪-২৫ অর্থবছরে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়িয়েছে সরকার। এর ফলে ইন্টারনেট সেবা,কল রেট, হোটেল-রেস্তোরাঁ সেবা, কোমল পানীয়, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবায় ব্যয় বাড়বে। ৯ জানুয়ারি রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।
মোবাইলফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে এখন ২৩ শতাংশ করা হয়েছে। ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণিবিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া সব ধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া শুল্ক-কর বৃদ্ধির তালিকায় আরও আছে টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্লেক্স, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে।
অভ্যন্তরীণ উড়োজাহাজের আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের জন্য এই শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করে ১ হাজার টাকা করা হয়েছে। এশিয়া মহাদেশের দেশ (সার্ক ভুক্ত দেশ বাদে) ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা করা হয়েছে। আর এসবের বাইরে অন্যান্য দেশে ৩০০০ টাকার আবগারি শুল্ক ৪০০০ টাকা করা হয়েছে। নিম্ন, মধ্য, উচ্চ ও অতিউচ্চ সিগারেটের সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ করা হয়েছে। আগে যা ছিল যথাক্রমে ৬০, ৬৫.৫, ৬৫.৫ ও ৬৫.৫ শতাংশ। স্থানীয় ব্যবসায় ভ্যাটের হার ৫ থেকে ৭.৫ শতাংশ করা হয়েছে। তবে ওষুধ ব্যবসার ক্ষেত্রে এ হার ২.৪ থেকে ৩ শতাংশ করা হয়েছে।
নন এসি হোটেলে, কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, মিষ্টান্ন ভাণ্ডার, জোগানদার, সানগ্ল্যাস (প্লাস্টিক, মেটাল ফ্রেম) ফ্যাশন হাউজের ভ্যাট ৭.৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। রেস্তোরাঁ, ইভেন্টিং সংস্থার ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিভিন্ন ধরনের ট্র্যান্সফরমার, নারকেল ছোবড়ার ম্যাট্রেস, চশমার ফ্রেম ও রিডিং গ্লাস (প্ল্যাস্টিক ও মেটাল), আম, আনারস, কলা, পেয়ারা ও তেঁতুলের পেস্ট বিআরটিএ থেকে সরবরাহ করা লেমেনেটেড ড্রাইভিং লাইসেন্সের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। চাটনি কেচাপ, হাতে তৈরি বিস্কুট, কেক, আচারের ভ্যাট হার একইভাবে বাড়ানো হয়েছে।
বার যুক্ত হোটেল মোটেলে সেবায় ভ্যাট হার ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। এছাড়া এলপি গ্যাসে ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। ফলের রসে ৫ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। কার্বোনেটেড ও নন কার্বোনেটেড পানীয়তে যথাক্রমে ৩০ ও ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। বিভিন্ন ফল ও বাদামে ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ডিটারজেন্ট ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৩০ শতাংশ, সাবানে ১৫ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৬০ শতাংশ, পেইন্টস ও ভার্নিসে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে।
এক নজরে নতুন সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন)অধ্যাদেশ, ২০২৫:
১. টার্নওভার ৩০ লক্ষ হলে তালিকাভুক্তি(ভ্যাট হার-৪%), ৫০ লক্ষ হলে ভ্যাট নিবন্ধন
২. যোগানদার-১০%
৩. ব্যবসায়ী ভ্যাট ৭.৫%%
৪. হোটেল, রেস্তোরাঁ ও মিস্টান্ন ভান্ডার-১৫%
৫. পরিবহন ঠিকাদার ১৫%
৬. ঔষধ ব্যবসায়ী পর্যায় ৩%
৭. হাতে/মেশিনে প্রস্তুত বিস্কিট ১৫%
৮. এলপি গ্যাস /বাল্ক ইম্পোর্টেড পেট্রোলিয়াম বিটুমিন ১৫%
৯. আচার, চাটনী-১৫%
১০. টমেটো পেস্ট, তেতুল পেস্ট-১৫%
১১. আম, আনারস ও কলার পাল্প-১৫%
১২. পটেটো ফ্ল্যাকস-১৫%
১৩. Maiza Corn Starch-১৫%
১৩. পোড়া ওয়েল, লুব্রেকেটিং ওয়েল/রাবার প্রসেসিং ওয়েল-১৫%
১৪. বিআরটিএ কর্তৃক লেমিনেটিং ড্রাইভিং লাইসেন্স-১৫%
১৫. কঠিন শিলা-১৫%
১৬. এইচ আর কয়েল থেকে সিআর কয়েল-১৫%
১৭. সিআর কয়েল থেকে জিপি শিট ও অন্যান্য-১৫%
১৮. জিআই ওয়্যার-১৫%
১৯. বিভিন্ন কেবিএ ট্রান্সফরমার-১৫%
২০. চশমার ফ্রেম ও রিডিং গ্লাস-১৫%
২১. ইন্ডেটিং সংস্থা-১৫%
২২. কিচেন টাওয়াল-৭.৫% থেকে ১৫%
২৩. টয়লেট/ন্যাপকিন টিস্যু- ৭.৫% থেকে ১৫%
২৪. ফেসিয়াল/পকেট টিস্যু-৭.৫% থেকে ১৫%
২৫. হ্যান্ড/পেপার টাওয়াল-৭.৫% থেকে ১৫%
২৬. ক্লিনিক্যাল বেড শিট-৭.৫% থেকে ১৫%
২৭. সান গ্লাস-৭.৫% থেকে ১৫%
২৮. তৈরি পোশাক বিপনন-৭.৫% থেকে ১৫%
২৯. বৈদ্যুতিক খুঁটি, ইলেকট্রনিক পোল-১০% থেকে ১৫%
৩০. মোটর গাড়ীর গ্যারেজ-১০% থেকে ১৫%
৩১. ডকইয়ার্ড-১০% থেকে ১৫%
৩২. ছাপাখানা-১০% থেকে ১৫%
৩৩. চলচ্চিত্র স্টুডিও/প্রদর্শক/পরিবেশক-১০% থেকে ১৫%
৩৪. মেরামত ও সার্ভিসিং-১০% থেকে ১৫%
৩৫. এসি নৌযান সার্ভিস-১০% থেকে ১৫%