Wednesday, April 9, 2025
Wednesday, April 9, 2025
বাড়িভ্যাটঅতিরিক্ত শুল্কারোপে কমেছে ফল আমদানি।

অতিরিক্ত শুল্কারোপে কমেছে ফল আমদানি।

এনবিআর কর্তৃক অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপ করায় বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমতে শুরু করেছে। ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ফলে রমজান মাসে বাজারে এর প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের।বন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। সেটি বর্তমানে ২০ থেকে ২২ ট্রাকে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফল আমদানিকারকেরা। রাজস্ব খাতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে শুধুমাত্র ফল আমদানি থেকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে ৫ কোটিতে। ফল ব্যবসায়ীরা বলছেন ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করায় তার প্রভাব বাজারে পড়েছে। বাজারে ফলের দাম বেড়ে গেছে। রমজান মাসে ফলের দাম আরও বেড়ে যাবে। অতিরিক্ত সম্পূরক শুল্ক নির্ধারণ করার পর ফল আমদানি কমে গেছে। বাজারে আমদানিকৃত ফলের সরবরাহ কমে যাওয়ায় ফলের দামও বেড়েছে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমদানি কমলে ফলের বাজারে বড় ধরনের সংকটও তৈরি হতে পারে আশঙ্কা করছেন তারা।বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল বলেন, গত কয়েক মাস ধরে ফলের আমদানি কমে গেছে। এরপর সরকার আবার অতিরিক্ত শুল্কারোপ করেছে। এতে ব্যবসায়ীরা ফল আমদানি কমিয়ে দিয়েছে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে ৫০ থেকে ৬০ ট্রাক ফল আমদানি হতো। শুল্কারোপের পর মাত্র কয়েকদিনে তা অর্ধেকে নেমে এসেছে।

গত অর্থবছর মার্কিন পণ্য থেকে আদায় হয়েছে ১,৫০০ কোটি টাকা শুল্ক!

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্ক আদায় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। যা ওই সময়ে পৃথিবীর...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page