Friday, October 17, 2025
Friday, October 17, 2025
বাড়িভ্যাটবিউটি পার্লার / জেনন্স পার্লার এর ভ্যাট ব্যবস্থাপনা

বিউটি পার্লার / জেনন্স পার্লার এর ভ্যাট ব্যবস্থাপনা

বিউটি পার্লার / জেনন্স পার্লার এর ভ্যাট ব্যবস্থাপনা :

সেবা ব্যাখ্যা ও সেবা কোড : “বিউটি পার্লার” অর্থ এমন কোনো স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেইখানে বাণিজ্যিক ভিত্তিতে নারী বা পুরুষ বা উভয়ের কেশসজ্জা, অঙ্গসজ্জা বা রূপসজ্জামূলক সেবা প্রদানের বা তদানুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা রহিয়াছে। SRO ১৮৬ অনুযায়ী সেবা কোড S030.00.
নিবন্ধন :
সাধারণ আদেশ ১৭ অনুযায়ী টেবিল ২ এর অন্তর্ভুক্ত সেবা হিসেবে উক্ত প্রতিষ্ঠান কে বাধ্যতামূলক নিবন্ধন গ্রহণ করতে হবে, অন্যথায় ধারা ৮৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা হতে পারে, বা ধারা ৮ অনুযায়ী সংস্লিস্ট কর্মকর্তা স উদ্যোগ বা ফোর্স নিবন্ধন দিতে পারবেন।
ভ্যাট হার :
উক্ত সেবা ভ্যাট আইন এর ১ম তফসিল বা অব্যাহতির সাধারণ অব্যাহতি এস আর ও দ্বারা অব্যাহতি দেয়া হয়নি, বা ৩য় তফসিল এ হ্রাসকৃত কোন ভ্যাট হার উল্ল্যেখ করা হয় নি। সুতরাং একমত হওয়া যায় এই সেবার উপর ১৫% মূসক আরোপ হবে।
স্থান স্থাপনা ভাড়ার ভ্যাট :
উক্ত প্রতিষ্ঠান যদি ভাড়া গ্রহিতা হয়ে থাকে তাহলে ভাড়ার উপর ১৫% ভ্যাট পরিশোধ করবে, তবে যদি ইহা নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত হয়ে থাকে তাহলে এস আর ও ১৩৭ অনুযায়ী ভাড়ার উপর ভ্যাট পরিশোধ করতে হবে না (অব্যবহি দেয়া আছে)
উপকরণ উৎপাদ সহগ :
যেহেতু ইহা একটি সেবা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে তাই সহগ বা মূসক ৪.৩ এর মাধ্যমে মূল্য ঘোষণা দেয়ার দরকার নাই।
রেয়াত গ্রহণ :
উক্ত প্রতিষ্ঠান এর মূসক হার ১৫%, তাই উক্ত প্রতিষ্ঠান যদি ধারা ৪৬ এর সকল শর্ত পালন করে তাহলে প্রযোজ্য ক্ষেত্রে রেয়াত গ্রহণ করতে পারবে।
কর চালান পত্র ইস্যু :
উক্ত প্রতিষ্ঠান সেবা সরবরাহ করার সময় কর চালান পত্র বা মূসক ৬.৩ ইস্যু করতে হবে, অন্যদিকে সাধারণ আদেশ ০৯ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান এ EFD /SDC/POS ব্যবহার এর বাধ্যবাধকতা রয়েছে, তবে প্রয়োজন এ এন বি আর তালিকাভুক্ত ভ্যাট সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
হিসাব সংরক্ষণ
ক্রয় বহি (৬.১), বিক্রির বহি ৬.২, কর চালান পত্র ৬.৩, ডেবিট নোট ও ক্রেডিট নোট, মূসক ৬.১০(প্রযোজ্য ক্ষেত্রে), দাখিল পত্র -মূসক ৯.১,
কর নির্ধারণ
উক্ত প্রতিষ্ঠান যদি নিবন্ধন না নেয় অথবা নিবন্ধন পরবর্তী দাখিল পত্রে অসত্য ঘোষণা প্রধানপূর্বক মূসক ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে ধারা ৭৩ অনুযায়ী কর নির্ধারণ করা যেতে পারে, এবং ধারা ৮৫ অনুযায়ী প্রযোজ্য জরিমানা এবং ধারা ১২৭ অনুযায়ী সুদ আরোপ হতে পারে।

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা!

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকেরা। জাতীয় রাজস্ব বোর্ড এ কথা বলেছে। এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page