ইলন মাস্কের হাতে যাওয়ার পর টুইটারের নাম বদলে হয়েছে এক্স। সেই টুইটারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার সেই বিখ্যাত নীল লোগো। নাম বদলের পাশাপাশি এই সামাজিক মাধ্যমের লোগোও বদলে ফেলেছেন ইলন মাস্ক। এবার সেই নীল লোগো নিলামে তুলে বিক্রি করা হয়েছে।
সানফ্রান্সিসকোয় অবস্থিত টুইটারের সদর দপ্তর আলোকিত করে থাকত সেই নীল পাখির লোগো। নীল রঙের পাখির লোগোকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরও আগেই। সম্প্রতি সেই লোগো নিলামে তোলা হয়। সেখানে টুইটারের ‘নীল পাখি’র দাম উঠেছে প্রায় ৩৪ হাজার ৩৭৫ মার্কিন ডলার। অর্থাৎ সেই নীল পাখিটিও আর রাখলেন না ইলন মাস্ক। খবর সিএনবিসি।
টুইটারের লোগোতে থাকা বিখ্যাত ওই পাখির নাম ‘ল্যারি’। কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ডের নাম অনুসারে টুইটারের লোগোর নামকরণ করা হয়েছিল। বিশালাকৃতির এই ব্লু বার্ড বা নীল পাখির ওজন ছিল ২৫৪ কেজি, উচ্চতায় যা ছিল ১২ ফুট ও চওড়ায় ৯ ফুট।
টুইটারের সেই বিখ্যাত নীল পাখির লোগোর নিলাম হয়েছে আরআর অকশন নামের কোম্পানির মাধ্যমে। বিভিন্ন দুর্লভ জিনিসের নিলাম করে এই কোম্পানি। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ব্লু বার্ড বা নীল পাখির যতটা দাম আশা করা হয়েছিল, নিলামে দাম উঠেছে তার কিছুটা কম। তবে কে টুইটারের নীল পাখি কিনেছেন, তা জানানো যায়নি।