Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যএআই নিয়ে আবারও নতুন চমক দেখাল শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া।

এআই নিয়ে আবারও নতুন চমক দেখাল শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া।

এবারে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কসমস ‘ফাউন্ডেশন’ মডেল নিয়ে এসেছে- যেটা দিয়ে রোবট ও সেলফ-ড্রাইভিং কার প্রশিক্ষণ দেওয়া যাবে। ৬ জানুয়ারি সিইএস ২০২৫ কনফারেন্সে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং নতুন এই এআই মডেলটিকে সকলের সামনে তুলে ধরেন।
প্রযুক্তি জগতের জনপ্রিয় বার্ষিক আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-এর ২০২৫ ইভেন্ট শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে। এ উপলক্ষ্যে আয়োজিত সিইএস ২০২৫ কনফারেন্সে নিজের মূল বক্তব্যে (কিনোট স্পিচে) কসমস ‘ফাউন্ডেশন’ এআই মডেলসহ বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট-এর পর্দা উন্মোচন করেছেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং।
ফাউন্ডেশন এআই মডেল হচ্ছে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেল, যেটাকে বিশাল আকারের ডেটাসেট দিয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বিভিন্ন সেক্টরে নানাবিধ কাজে ব্যবহার উপযোগী করে তোলা যায়। ফাউন্ডেশন মডেলের পরিচিত উদাহরণ হচ্ছে বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)- যেগুলোকে জেনারেটিভ এআই-ভিত্তিক বিভিন্ন টুল ও ফিচার তৈরিতে ব্যবহার করা হয়।
এনভিডিয়া’র দাবি অনুযায়ী, কসমস মডেলটি হচ্ছে পৃথিবীর প্রথম ফিজিক্যাল এআই ফাউন্ডেশন মডেল। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত রোবটের প্রশিক্ষণে ব্যবহার করা যাবে ওপেন সোর্স এই মডেলটি। কসমস ফাউন্ডেশন এআই মডেল দিয়ে জেনারেট করা যাবে ফটো-রিয়েলিস্টিক ভিডিও। অতঃপর এই ভিডিও ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া যাবে বিভিন্ন রোবট ও অটোনোমাস কার (স্ব-নিয়ন্ত্রিত গাড়ি)। উল্লেখ্য, প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতির তুলনায় খরচও অনেক কম হবে বলে জানিয়েছেন এনভিডিয়া সিইও।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page