আগামীকাল শনিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরি গ্রামের রামেশ্বরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালীগঙ্গা নদীর পাড়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পার্বণ নবান্ন উৎসব’। উৎসব চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সর্বসাধারণের জন্য উৎসবে প্রবেশ উন্মুক্ত।
উৎসবে থাকবে পার্বণ চালে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলির স্টল; চানাচুর-চপ-মিষ্টি, কুটিরশিল্প, মাটির তৈরি খেলনা, নার্সারি, প্রাকৃতিক কৃষির চাষিদের নিরাপদ খাদ্য ইত্যাদির স্টল। আগত ব্যক্তিদের জন্য থাকবে বিভিন্ন গ্রাম্য খেলা ও কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার।
এই উৎসবে থাকবেন অভিনয়শিল্পী শাহনাজ খুশি, কণ্ঠশিল্পী সুমী শবনম, ‘জোলতান বিডি’খ্যাত ফুড ভ্লগার নুসরাত ইসলাম এবং মীরাক্কেলখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান এমদাদুল হক হৃদয়। আয়োজনটি উপস্থাপনা করবেন মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ।
তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী থাকবে স্থানীয় শিল্পীদের গাজি, বৈঠকি ও প্রচলিত গানের পরিবেশনা।