Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যঅর্থনৈতিক পুনরুদ্ধারে দুর্বল ৩ ব্যাংক পেল ২৬৫ কোটি টাকার সহায়তা।

অর্থনৈতিক পুনরুদ্ধারে দুর্বল ৩ ব্যাংক পেল ২৬৫ কোটি টাকার সহায়তা।

ডাচ-বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক তারল্য সংকটে থাকা দুর্বল ৩ ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে । ১৯ নভেম্বর মঙ্গলবার সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা ।

কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন সংস্থা , নামে-বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে । নিয়ম বহির্ভূতভাবে টাকা বের করে নেয়ায় তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে । বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। তাছাড়াও কিছু ব্যাংকের চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে । সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার ঋণাত্মক হলেও লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন । বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর টাকা ছাপিয়ে দেওয়া সেই বিশেষ সুবিধা বন্ধ করে দিয়েছেন । এমতঅবস্থায় সংকট মেটানোর সাময়িক উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট নিয়ে রাখবে দুর্বল ব্যাংকগুলোর কাছ থেকে । এদিকে , গত সপ্তাহে দুর্বল ৭ ব্যাংকে তারল্য ঘাটটি মেটাতে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ১০ ব্যাংক। সবল ব্যাংকগুলোর কাছ থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page