Thursday, April 17, 2025
Thursday, April 17, 2025
বাড়িঅন্যান্যবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি প্রথা বিলুপ্তির দাবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি প্রথা বিলুপ্তির দাবি

পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, উৎসব ভাতা দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে শিক্ষকদের দুটি সংগঠন। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিয়ম চালুর দাবি জানিয়েছে তারা।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এতে অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান, কলেজশিক্ষক সমিতির সভাপতি মো. ইসহাক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকনেতারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংগঠন দুটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। এ জন্য স্বতন্ত্র ‘শিক্ষক সার্ভিস কমিশন’ গঠন করতে হবে।

বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী নেদারল্যান্ডসে!

নেদারল্যান্ডসে আজ থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page