Tuesday, July 29, 2025
Tuesday, July 29, 2025
বাড়িলাইসেন্সিংডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম!

ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম!

পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি) প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেল সমাধান সার্ভিসেস লিমিটেড। এটি গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয়।

পিএসপি সাধারণত ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে হিসাব খোলার মাধ্যমে গ্রাহক তাঁর ব্যাংক হিসাব থেকে ব্যাংক বা অন্য মাধ্যম থেকে টাকা এনে অনলাইন কেনাকাটা, পরিষেবা বিল পরিশোধ, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন।

বাংলাদেশে এর আগে আইপে, ডি মানিসহ আটটি প্রতিষ্ঠান এ লাইসেন্স পেয়েছে। সমাধান লাইসেন্স পাওয়ায় দেশে মোট পিএসপির সংখ্যা দাঁড়াল ৯টি।

গত সোমবার লাইসেন্স পাওয়া সমাধান সার্ভিসেস লিমিটেডের মূল কোম্পানি গ্রামীণ টেলিকম ট্রাস্ট। অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে এ ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব নেন মো. আশরাফুল হাসান।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

২০২১ সালের ১৬ নভেম্বর সমাধান কেন্দ্রীয় ব্যাংকে পিএসপি লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে। প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তা ঝুলিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ২৯ সেপ্টেম্বর সমাধানকে এনওসি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর তাদের পিএসপির চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

কীভাবে নতুন কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন নিতে হয়!

বাংলাদেশে কোম্পানি, বাণিজ্য সংগঠন, অংশীদারি প্রতিষ্ঠান কিংবা সোসাইটি গঠন ও পরিচালনার ক্ষেত্রে নামের ছাড়পত্র, নিবন্ধন, রিটার্ন ফাইলিং, প্রত্যয়িত অনুলিপি প্রদানসহ একাধিক গুরুত্বপূর্ণ সেবা দিয়ে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page