সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি অনুসারে, ১৭ ক্যাটাগরির পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বয়সসীমা
২০ মার্চ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
পরীক্ষার ফি
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটকের ভ্যাট সার্ভিসসহ ১৬৮ টাকা, ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৫ থেকে ১৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
২০ মার্চ থেকে ১৭ এপ্রিল।