Wednesday, December 25, 2024
Wednesday, December 25, 2024
বাড়িচাকুরি৪৭তম বিসিএস ঘিরে নতুন উদ্যোগ পিএসসির।

৪৭তম বিসিএস ঘিরে নতুন উদ্যোগ পিএসসির।

নতুন কিছু উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান বলেন, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে গত কয়েক দিন আগে। আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি, যেমন আবেদন করার পর প্রত্যেক পরীক্ষার্থীকে একটি ইউনিক আইডি প্রদান করা। এই আইডি দিয়ে তিনি পরবর্তী সময়ে সব বিসিএস পরীক্ষা দিতে পারবেন। বারবার তাঁর আবেদন করার প্রয়োজন পড়বে না। ইউনিক আইডি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, যদিও তা বাস্তবায়নের জন্য সরকারের নীতিমালা প্রণয়ন প্রয়োজন হবে। তারপরও ধারণাটি শেয়ার করছি।


প্রিলিমিনারি পরীক্ষা বারবার দিতে যাতে না হয়, সে উদ্যোগ নেবেন জানিয়ে মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, একজন পরীক্ষার্থী ইউনিক আইডি পাওয়ার পর যদি প্রিলিমিনারি ধাপ পার হয়ে যেতে পারেন, তাহলে তাঁকে আর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। তখন তিনি লিখিতসহ পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নেবেন। এর জন্য বিধিমালা সংস্কার করতে হবে। এ প্রক্রিয়া আগামী দিনে চালু করার জন্য পিএসসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদন চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪–এ সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিমান বাংলাদেশের ১০৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।

১১টি পদে মোট ১০৬ জনবল নিয়োগে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ সোমবার (২৩ ডিসেম্বর)...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page