অক্সফাম বাংলাদেশ প্রোগ্রাম অফিসারের পদে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। পদটি ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত সময়ের জন্য। নতুন কর্মীকে প্রকল্প কার্যক্রম সমন্বয়, বাজেট নিয়ন্ত্রণ, অংশীদার যোগাযোগ ও প্রতিবেদন প্রস্তুতিতে সহায়তা করতে হবে।
এ ছাড়া তাঁকে সরকার, সিভিল সোসাইটি, বেসরকারি খাত (বিশেষ করে তৈরি পোশাকশিল্প ও আন্তর্জাতিক ব্র্যান্ড), জলবায়ু অর্থায়ন সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরি ও অংশীদারত্বের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রার্থীর জন্য যে যোগ্যতা চাওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রকৌশল, পরিবেশ/দুর্যোগ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি; কমপক্ষে তিন বছরের প্রকল্প বাস্তবায়ন, সমন্বয় ও অংশীদার ব্যবস্থাপনার অভিজ্ঞতা; শ্রমিক অধিকার এবং তৈরি পোশাকশিল্পে কাজের অভিজ্ঞতা; জলবায়ু অর্থায়ন, স্থানীয় শক্তি পরিকল্পনা এবং শ্রমিক-সহায়ক নীতি প্রণয়নের জ্ঞান।
অক্সফাম তার কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রার্থীরা নারী-পুরুষ সমতা, সংস্কৃতি ও বৈচিত্র্য বিষয়ে সংবেদনশীলতা দেখাতে সক্ষম হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বার্ষিক বেতন ১০,৩৩,৯৯৫ টাকা (১৩ মাস), চিকিৎসাসুবিধা (নিজ ও পরিবারের জন্য), অবসরভাতা, গ্র্যাচুইটি, ছুটি, জীবনবিমা, মোবাইল ভাতা এবং অন্যান্য সুবিধা। অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন সমঝোতার সুযোগ রয়েছে। আবেদনের জন্য প্রার্থীকে সিভি ও কভার চিঠি অনলাইনে জমা দিতে হবে। আবেদন শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫।
আবেদন: https://jobs.oxfam.org.uk অথবা https://jobs.oxfam.org.uk/internal