বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে পঞ্চম থেকে ২০তম গ্রেডে ২২ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি অফিসে রক্ষিত বাক্সে পাঠাতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিজ হস্তে লিখিত নির্ধারিত ফরম পূরণ করে সাম্প্রতিক সময়ের তিন কপি (৫ বাই ৫ সেন্টিমিটার সাইজ) সত্যায়িত ছবি ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালে) পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিকেএসপির ওয়েবসাইটে (https://bksp.gov.bd/) পাওয়া যাবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকার; ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকার; ৭ নম্বর পদের জন্য ৫০ টাকার এবং সব গ্রেডে (অনগ্রসর নাগরিক) ৫০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫।