নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি https://surl.li/egcdgd প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৪টি শূন্য পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। ৮ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলঅ হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ম্যানেজিং ডিরেক্টর, স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেনডেন্ট ও ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আগামী ২০ থেকে আবেদন শুরু হবে।
আবেদনের জন্য কিছ শর্ত আছে। এগুলো হলো—
১. চুক্তির মেয়াদ হবে ৩ (তিন) বছর। তবে পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যেকোনো সময় চাকরির অবসান (Termination) করতে পারবেন। কোম্পানির প্রয়োজন থাকলে এবং পারফরম্যান্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তি নবায়ন করা হতে পারে।
২. কর্মস্থল এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।
৩. এনপিসিবিএলের চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে এ মর্মে অঙ্গীকার নামা (surety bond) দাখিল করতে হবে যে তিনি তাঁর পদের বিপরীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করার পর চুক্তির মেয়াদ পূর্তির আগে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ কর্তৃক তাঁর প্রশিক্ষণ বাবদ ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএলের অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।
৪. এনপিসিবিএলের চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তাসংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে; এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসানসহ যেকোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আবেদনের পদ্ধতি—
আগ্রহী প্রার্থীরা এ লিংকে https://surl.li/vnngke থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ জুন, ২০২৫।